দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর স্টাফ রিপোর্টার আমাদের প্রিয় সহকর্মী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-এর অকাল ও মর্মান্তিক মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত, ব্যথিত ও বিমূঢ়। পেশাগত দায়িত্ব পালনের সময়, সত্য ও সাহসী সাংবাদিকতার পথে অটল থেকে তিনি যে জীবন উৎসর্গ করলেন, তা আমাদের গণমাধ্যম জগতে এক অপূরণীয় ক্ষতি। তাঁর প্রতি দুর্বৃত্তদের নির্মমতা কেবল একজন সাংবাদিককে হত্যা নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো প্রতিটি কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা। সাংবাদিক তুহিন ভাই ছিলেন একজন কর্মঠ, নিষ্ঠাবান এবং সমাজের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার সংবাদযোদ্ধা। তাঁর পেশাদারিত্ব, সততা ও দায়িত্ববোধ আমাদের সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
দৈনিক খবর বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে আমরা শোকসন্তপ্ত তার প্রতি ও তার পরিবারের প্রতি, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সাংবাদিক সমাজের প্রতি গভীর সমবেদনা জানাই।
সেই সঙ্গে আমরা জোরালোভাবে দাবি জানাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি শুধু নয়, তাদের ফাঁসী নিশ্চিত করা হোক।
আমরা আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেনো তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন….. আমিন।