গাজীপুর (কালীগঞ্জ) প্রতিনিধি-
গাজীপুর কালীগঞ্জের পুবাইল আড়িখোলা রেলওয়ে ষ্টেশনের মধ্যো স্থান তুমলিয়া মিশনের পাশে ব্যটারী চালিত অটোরিকশা তিতাস কমিউটার এর সাথে সংঘর্ষে অটোরিকশা ধুমরে মুচড়ে যায়।
৩১ আগষ্ট ২০২৫ ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়া অভিমুখী তিতাস কমিউটার ট্রেনটি সকাল ১১.৩০ টার সময় তুমলিয়া মিশন এর কাছে আসলে একটি ব্যাটারী চালিত রিকশা অরক্ষিত রেলগেইট পার হওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে রিকশা টি তিতাস ট্রেনের ইঞ্জিন এর সাথে আটকে গেলে রিকশা টি মিশন থেকে ১ কিলোমিটার অদুরে আড়িখোলা রেলওয়ে স্টেশনের কাছে আসার পর ও ট্রেনের ইঞ্জিন এর সাথেআটকে থাকায় ট্রেন থামিয়ে ট্রেনের চালক ও ট্রেনে যাত্রীরা রিকশা টি খুলে ট্রেনটি আখাউড়ার উদ্যশ্যে ছেড়ে যায়। হতাহতের খবর পাওয়া যায়নি।