পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ে পাহারাদার রফিকুল ইসলাম ডুবু হত্যা মামলার আসামী আরমান ইসলাম আমজাদ (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসামি আরমান ইসলাম আমজাদ সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের প্রধান পাড়া এলাকার বাসিন্দা। পুলিশের কাছে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন তিনি।
জানা গেছে, জুয়া খেলাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
সোমবার রাত ১১টার দিকে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ এস এম সোহরাওয়ার্দী জানান, আমজাদকে গ্রেপ্তার করা হয়েছে। এটা ছিল ক্লুলেস হত্যাকাণ্ড।
গত ০৫ অগাস্ট সদর উপজেলার টুনিরহাট বাজারে খড়ির গুদাম ঘরের পাহারাদার রফিকুল ইসলাম ডুবু নামের এক বৃদ্ধকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছেলে সাজ্জাদ হোসেন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।