ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাংবাদিকদের ঐক্যে ২৮ বছর পর অনুষ্ঠিত হলো মিরপুর প্রেসক্লাবের কাউন্সিল নওগাঁয় ধানের শীষের পক্ষে জনমত গঠনে ধলুর লিফলেট বিতরণ মিরপুর প্রেসক্লাবের কাউন্সিল রবিবার দেশের সর্বোচ্চ পতাকাস্ট্যান্ডে উড়লো লাল-সবুজের পতাকা চেয়ার ক্রয়ে দ্বিগুণ বিল, জাগরণ অনুষ্ঠানের নাস্তায় ‘বিরানি’র ভাউচার সান্তাহারে মৎস্য আড়তের ঘর পার্টনারকে জিম্মি করে জোরপূর্বক দখলের অভিযোগ শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় গড়ে উঠবে নতুন বাংলাদেশ: আমিনুল হক মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার ও এ ঘটনার সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন বম্বে সুইটস এন্ড কোং লিমিটেডের মিরপুর জোনের ম্যানেজার সহ কয়েকজনকে মারধর! বিএনপি নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জনের আহ্বান আমিনুল হকের

বিএনপি নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জনের আহ্বান আমিনুল হকের

বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমেই বিএনপি আবার জনগণের দল হিসেবে নিজেদের অবস্থান শক্ত করবে।

তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আস্হা ও বিশ্বাস রেখে আমাদের ওপর দায়িত্ব দিয়েছেন, সেই বিশ্বাসের প্রতিফলন হবে জনগণের মাঝে। জনগণের কাছে যেতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের সমস্যাগুলো জানতে হবে এবং আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে বুঝাতে হবে—স্বৈরাচার আওয়ামী লীগ আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়।”

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন আমিনুল হক।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “জনগণের সঙ্গে কথা বলার সময় আমাদের আচার-আচরণ হতে হবে নমনীয়। এমন কোনো আচরণ করা যাবে না যাতে মানুষের মনে কষ্ট, ভয় বা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পতিত আওয়ামী লীগ গত ১৭ বছর ভয়ভীতি ও প্রভাব বিস্তারের মাধ্যমে ক্ষমতায় ছিল। কিন্তু বিএনপি কখনোই জনগণের ওপর প্রভাব বিস্তারের রাজনীতি করে না, করবেও না ইনশাল্লাহ।”

আমিনুল হক বলেন, “জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনের মাধ্যমেই ধানের শীষের প্রার্থীর প্রতি মানুষের আস্থা তৈরি হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে জনগণ মনে করে আওয়ামী লীগ ও বিএনপি এক।”

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান। সভায় আহবায়ক কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এবং ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস

সাংবাদিকদের ঐক্যে ২৮ বছর পর অনুষ্ঠিত হলো মিরপুর প্রেসক্লাবের কাউন্সিল

বিএনপি নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জনের আহ্বান আমিনুল হকের

আপডেট টাইম : ০১:১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমেই বিএনপি আবার জনগণের দল হিসেবে নিজেদের অবস্থান শক্ত করবে।

তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আস্হা ও বিশ্বাস রেখে আমাদের ওপর দায়িত্ব দিয়েছেন, সেই বিশ্বাসের প্রতিফলন হবে জনগণের মাঝে। জনগণের কাছে যেতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের সমস্যাগুলো জানতে হবে এবং আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে বুঝাতে হবে—স্বৈরাচার আওয়ামী লীগ আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়।”

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন আমিনুল হক।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “জনগণের সঙ্গে কথা বলার সময় আমাদের আচার-আচরণ হতে হবে নমনীয়। এমন কোনো আচরণ করা যাবে না যাতে মানুষের মনে কষ্ট, ভয় বা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পতিত আওয়ামী লীগ গত ১৭ বছর ভয়ভীতি ও প্রভাব বিস্তারের মাধ্যমে ক্ষমতায় ছিল। কিন্তু বিএনপি কখনোই জনগণের ওপর প্রভাব বিস্তারের রাজনীতি করে না, করবেও না ইনশাল্লাহ।”

আমিনুল হক বলেন, “জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনের মাধ্যমেই ধানের শীষের প্রার্থীর প্রতি মানুষের আস্থা তৈরি হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে জনগণ মনে করে আওয়ামী লীগ ও বিএনপি এক।”

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান। সভায় আহবায়ক কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এবং ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।