গাজীপুর প্রতিনিধি-
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর বিভিন্ন দপ্তর ও অফিসের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিকরণের লক্ষ্যে “এনহেন্সিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিলেন্স : প্রফেশনালিজম, অফিস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে পুরাতন একাডেমিক ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের স্মরণ করে বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্তম্ভ।’ তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাস্তবভিত্তিক দক্ষতা উন্নয়নে সময়ে সময়ে আয়োজিত বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়ামেরই ধারাবাহিকতা আজকের এই আয়োজন।’ তিনি অংশগ্রহণকারী সবাইকে সবচেয়ে আধুনিক প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে নীতি, নৈতিকতা, সততা, স্বচ্ছতা, বিশ্বস্ততা ও জবাবদিহিতার সঙ্গে কাজের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখার উদাত্ত আহবান জানান। তিনি বলেন, ‘সবাইকে পেশাগত যুগোপযোগী জ্ঞানার্জন এবং অফিস ব্যবস্থাপনা ও আর্থিক ব্যবস্থাপনাসহ সার্বিক ক্ষেত্রে সেগুলো বাস্তবায়নের মাধ্যমে সর্বোচ্চ পেশাদারত্ব ধরে রেখে আন্তরিকতার সঙ্গে কাজ করে বিশ্ববিদ্যালয়কে প্রশাসনিক দিক থেকেও সেন্টার অব এক্সিলেন্সে পরিণত করতে হবে।’ এজন্যে তিনি চতুর্থ শিল্পবিপ্লবের অনুসঙ্গ ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট অব থিংস, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ক্যাশহীন লেনদেনের মতো সুফলকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত নিজের দক্ষতাবৃদ্ধির মাধ্যমে পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনায় ডুয়েটকে দেশের শীর্ষ অবস্থানে নিয়ে যেতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম চালিকাশক্তি। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্যে সময়ানুবর্তিতা মেনে যথাসময়ে সব কাজ করতে টিমওয়ার্কের বিকল্প নেই।’ প্রতিষ্ঠানের লক্ষ্য-উদ্দেশ্যকে নিজের মধ্যে ধারণ করে সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগিয়ে সম্মিলিতভাবে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার আহবান জানান তিনি।
আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে সেমিনারে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর আইন- ২০০৩, সরকারি চাকুরি বিধিমালা-১৯৭৯ এবং করণীয়-বর্জনীয় ইত্যাদি বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব। দরপত্র, বাজেট, অডিট, অর্থ ছাড়, বিল পেমেন্ট প্রভৃতি আর্থিক ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কম্পট্রোলার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
এর আগে শুভেচ্ছা বক্তা ও র্যাপোটিয়ার হিসেবে অতিরিক্ত পরিচালক (আইকিউএসি) অধ্যাপক ড. শফিকুল ইসলামের বক্তব্য প্রদানের মধ্য দিয়ে সেমিনারটি শুরু হয়। সেমিনারে নবম গ্রেড ও তদুর্দ্ধ গ্রেডের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
খবর বাংলাদেশ ডেস্ক : 




















