সালমান রানা-
পাবনার হাড়কাঁপানো শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে প্রেসক্লাব পাবনা। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আজ শহরের বিভিন্ন এলাকায় শীতার্ত ও গরিব-দুঃখীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পাবনার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব। তিনি বলেন, “তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সমাজের সামর্থ্যবান সবারই উচিত এই দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”
প্রেসক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু বলেন, “সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশনই করেন না, তারা আর্তমানবতার সেবায়ও সবসময় অগ্রণী ভূমিকা পালন করেন। আমাদের এই সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পাবনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: নুরুন্নবী। এছাড়াও ক্লাবের অন্যান্য সংবাদকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কম্বল বিতরণ কার্যক্রমে অংশ নেন।
শীতের রাতে হঠাৎ কম্বল হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপকারভোগীরা। তারা প্রেসক্লাব পাবনার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন
শিরোনাম :
পাবনায় শীতার্তদের পাশে প্রেসক্লাব পাবনা
-
খবর বাংলাদেশ ডেস্ক : - আপডেট টাইম : ০২:১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- ৭৭৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















