আয়নাল হক, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি-
চলমান শীত মৌসুমে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নাটোর ইউনিটের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টায় গুরুদাসপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থেকে ৮০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম আকতার, নাটোর রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ নাজিম শিকদার, যুব প্রধান মোঃ সাব্বির শেখ, গুরুদাসপুর উপজেলা রেড ক্রিসেন্ট ইয়ুথ টিমের ইয়ুথ লিডার মোঃ সৈকত হোসেন শুভ, ডেপুটি লিডার সামুয়েল আহমেদ স্মরণ, ডেপুটি লিডার-২ আলহাজ ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ তাঁর বক্তব্যে বলেন, “শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলো এগিয়ে এলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই কমে যাবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় মানবতার পাশে থেকে কাজ করে যাচ্ছে—এটাই তাদের বড় শক্তি।”
তিনি আরও বলেন, সরকার ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
খবর বাংলাদেশ ডেস্ক : 



















