ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম- প্রিন্সিপাল ইকবাল সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের আহ্বান উত্তরায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় পশ্চিম থানায় এজাহার দাখিল গণভোটে আগামীর বাংলাদেশ নির্ধারণ হবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে- জিসিসি প্রশাসক প্রতিবেশীর হাঁস মুরগিতে ফসলের ক্ষতি, ঝরে গেল কৃষকের প্রাণ পাবনায় ছাত্রশিবিরের তরুণ সমাবেশ অনুষ্ঠিত: নিরপেক্ষ নির্বাচনের দাবি তেঁতুলিয়ায় মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন কর্তৃক কম্বল বিতরণ পঞ্চগড়ে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার

প্রতিবেশীর হাঁস মুরগিতে ফসলের ক্ষতি, ঝরে গেল কৃষকের প্রাণ

জিয়াউর রহমান, মির্জাগঞ্জ (পটুয়াখালী)-
প্রতিবেশীর লালন-পালন করা হাঁস-মুরগি অন্য প্রতিবেশী কৃষকের ধানক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে মারামারিতে প্রবাসী প্রতিবেশীর কাচির কোপে চিকিৎসাধীন অবস্থায় কৃষকের মৃ/ত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কাঁকড়া বুনিয়া ইউনিয়নে ৪ নং ওয়ার্ডে মকুমা গ্রামে ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল সালাম।

নিহত ব্যক্তি দুলাল মল্লিক (৬০) উপজেলার কাকড় বুনিয়া ইউনিয়নের মকুমা গ্রামের মৃত আক্কাস মল্লিকের ছেলে,

নিহত দুলাল মল্লিক উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা গ্রামের মৃত আক্কাস মল্লিকের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে একই গ্রামের বাসিন্দা মহারাজ খানের হাঁস-মুরগি প্রতিবেশী দুলাল মল্লিকের জমিতে ঢুকে পাকা ধান নষ্ট করছিল। নষ্ট ধান দেখে নিহত দুলাল মল্লিক বকাবকি শুরু করেন , দুলাল মল্লিক মহারাজ খানের পরিবারের কাছে অভিযোগ জানাতে গেলে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মহারাজ খান, তার স্ত্রী আকলিমা বেগম (৩৮) ও মেয়ে সাদিয়া আক্তার (২২) একত্রিত হয়ে দুলাল মল্লিকের ওপর হামলা চালান।
কথা কাটাকাটির একপর্যায়ে সাদিয়া আক্তার কাঁচি দিয়ে দুলাল মল্লিকের মাথার তালুতে সজোরে কোপ দেন। এতে সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় লোকজন ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় দুলাল মল্লিককে উদ্ধার করে প্রথমে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পরিস্থিতি আরও আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

প্রতিবেশীর হাঁস মুরগিতে ফসলের ক্ষতি, ঝরে গেল কৃষকের প্রাণ

আপডেট টাইম : ০২:৩২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

জিয়াউর রহমান, মির্জাগঞ্জ (পটুয়াখালী)-
প্রতিবেশীর লালন-পালন করা হাঁস-মুরগি অন্য প্রতিবেশী কৃষকের ধানক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে মারামারিতে প্রবাসী প্রতিবেশীর কাচির কোপে চিকিৎসাধীন অবস্থায় কৃষকের মৃ/ত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কাঁকড়া বুনিয়া ইউনিয়নে ৪ নং ওয়ার্ডে মকুমা গ্রামে ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল সালাম।

নিহত ব্যক্তি দুলাল মল্লিক (৬০) উপজেলার কাকড় বুনিয়া ইউনিয়নের মকুমা গ্রামের মৃত আক্কাস মল্লিকের ছেলে,

নিহত দুলাল মল্লিক উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা গ্রামের মৃত আক্কাস মল্লিকের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে একই গ্রামের বাসিন্দা মহারাজ খানের হাঁস-মুরগি প্রতিবেশী দুলাল মল্লিকের জমিতে ঢুকে পাকা ধান নষ্ট করছিল। নষ্ট ধান দেখে নিহত দুলাল মল্লিক বকাবকি শুরু করেন , দুলাল মল্লিক মহারাজ খানের পরিবারের কাছে অভিযোগ জানাতে গেলে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মহারাজ খান, তার স্ত্রী আকলিমা বেগম (৩৮) ও মেয়ে সাদিয়া আক্তার (২২) একত্রিত হয়ে দুলাল মল্লিকের ওপর হামলা চালান।
কথা কাটাকাটির একপর্যায়ে সাদিয়া আক্তার কাঁচি দিয়ে দুলাল মল্লিকের মাথার তালুতে সজোরে কোপ দেন। এতে সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় লোকজন ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় দুলাল মল্লিককে উদ্ধার করে প্রথমে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পরিস্থিতি আরও আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।