ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান মহার্ঘ ভাতা নয়, পে স্কেল বাস্তবায়নের দিকে এগুচ্ছে বর্তমান সরকার- অর্থ উপদেষ্টা দায়িত্বশীল উদ্যোক্তাই গড়বে আস্থাভিত্তিক নতুন বাংলাদেশ– ফয়েজ আহমদ তৈয়্যব গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে- উপদেষ্টা আদিলুর চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক লে. অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম- প্রিন্সিপাল ইকবাল সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের আহ্বান উত্তরায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় পশ্চিম থানায় এজাহার দাখিল

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক লে. অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম

মো সুমন, বান্দরবান প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ব্যবসায় প্রশাসন বিভাগের (হিসাববিজ্ঞান) সহযোগী অধ্যাপক, লেফটেন্যান্ট মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি বর্তমানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলি রেজিমেন্টের অধীনে “সি” কোম্পানির কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

লেফটেন্যান্ট মোহাম্মদ সিরাজুল ইসলাম বান্দরবান পার্বত্য জেলার সুয়ালক ইউনিয়নের কদুখোলা গ্রামের কৃতি সন্তান। তিনি শেরে বাংলা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৫ সালে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরবর্তীতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ থেকে বিবিএ (সম্মান) ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।

২০০৮ সালে তিনি দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে অনার্স শাখার ব্যবসায় প্রশাসন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। যোগ্যতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে সহকারী অধ্যাপক এবং ২০২৪ সালের ৩১ জুলাই কলেজ পরিচালনা পর্ষদের ৯১তম সভায় সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।

একাডেমিক শিক্ষার পাশাপাশি সামরিক ও প্রশাসনিক প্রশিক্ষণেও তিনি সমানভাবে দক্ষ। ২০১৭ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রি-কমিশন কোর্স সম্পন্ন করেন। একই বছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে কর আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত হন। ২০১৯ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে পিজিডিএইচআরএম ডিগ্রি অর্জন করেন।
গবেষণাক্ষেত্রেও তার অবদান উল্লেখযোগ্য। আন্তর্জাতিক মানের International Journal Research for Commerce and Management (IJRCM)-এ ২০২৪ সালে তার গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়। বর্তমানে তিনি পার্বত্য চট্টগ্রামের ইকো-ট্যুরিজম ও জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এর ভূমিকা নিয়ে গবেষণারত রয়েছেন। এ বিষয়ে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা করছেন।

২০২৫ সালের ১১ ও ১২ সেপ্টেম্বর চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ কর্তৃক আয়োজিত “International Conference on the Future of Business: Innovation, Technology and Sustainability” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তিনি গুরুত্বপূর্ণ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের বার্ষিক প্রকাশনা গিরিপ্রভা-তে “Tourism in Hill Tracts” শীর্ষক গবেষণাধর্মী প্রবন্ধও লিখেছেন।
তিনি অনার্স পর্যায়ে পাঁচটি পাঠ্যবই এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে হিসাববিজ্ঞান বিষয়ে জাতীয় শিক্ষাক্রম অনুমোদিত দুইটি বইয়ের প্রণেতা। পাশাপাশি তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিএনসিসিতে তার অর্জন অনন্য। তিনি ২০১৬, ২০১৮, ২০১৯ ও ২০২৩ সালে থানা পর্যায়ে চারবার, জেলা পর্যায়ে দু’বার এবং বিভাগীয় পর্যায়ে দু’বার শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হন। বিএনসিসি অধিদপ্তর কর্তৃক নির্দেশিত সকল (২১টি) প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন। ২০২৫ সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট পদে পদোন্নতি লাভ করেন।
শিক্ষা ও গবেষণার পাশাপাশি তিনি বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। কদুখোলা তালিমুল হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে সমাজসেবায়ও প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন।

তিনি বাংলাদেশ হিসাব বিজ্ঞান সমিতি এবং  বিভিন্ন গুরুত্বপূর্ণ ১৪ টি প্রতিষ্ঠান এর আজীবন সদস্য।
লেফটেন্যান্ট অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম আজ বান্দরবান পার্বত্য জেলার গর্ব। পাহাড়ের প্রত্যন্ত কদুখোলা গ্রাম থেকে উঠে এসে তিনি আজ চট্টগ্রাম বিভাগে শিক্ষা ও নেতৃত্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক লে. অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম

আপডেট টাইম : ০১:১৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

মো সুমন, বান্দরবান প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ব্যবসায় প্রশাসন বিভাগের (হিসাববিজ্ঞান) সহযোগী অধ্যাপক, লেফটেন্যান্ট মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি বর্তমানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলি রেজিমেন্টের অধীনে “সি” কোম্পানির কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

লেফটেন্যান্ট মোহাম্মদ সিরাজুল ইসলাম বান্দরবান পার্বত্য জেলার সুয়ালক ইউনিয়নের কদুখোলা গ্রামের কৃতি সন্তান। তিনি শেরে বাংলা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৫ সালে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরবর্তীতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ থেকে বিবিএ (সম্মান) ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।

২০০৮ সালে তিনি দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে অনার্স শাখার ব্যবসায় প্রশাসন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। যোগ্যতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে সহকারী অধ্যাপক এবং ২০২৪ সালের ৩১ জুলাই কলেজ পরিচালনা পর্ষদের ৯১তম সভায় সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।

একাডেমিক শিক্ষার পাশাপাশি সামরিক ও প্রশাসনিক প্রশিক্ষণেও তিনি সমানভাবে দক্ষ। ২০১৭ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রি-কমিশন কোর্স সম্পন্ন করেন। একই বছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে কর আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত হন। ২০১৯ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে পিজিডিএইচআরএম ডিগ্রি অর্জন করেন।
গবেষণাক্ষেত্রেও তার অবদান উল্লেখযোগ্য। আন্তর্জাতিক মানের International Journal Research for Commerce and Management (IJRCM)-এ ২০২৪ সালে তার গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়। বর্তমানে তিনি পার্বত্য চট্টগ্রামের ইকো-ট্যুরিজম ও জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এর ভূমিকা নিয়ে গবেষণারত রয়েছেন। এ বিষয়ে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা করছেন।

২০২৫ সালের ১১ ও ১২ সেপ্টেম্বর চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ কর্তৃক আয়োজিত “International Conference on the Future of Business: Innovation, Technology and Sustainability” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তিনি গুরুত্বপূর্ণ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের বার্ষিক প্রকাশনা গিরিপ্রভা-তে “Tourism in Hill Tracts” শীর্ষক গবেষণাধর্মী প্রবন্ধও লিখেছেন।
তিনি অনার্স পর্যায়ে পাঁচটি পাঠ্যবই এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে হিসাববিজ্ঞান বিষয়ে জাতীয় শিক্ষাক্রম অনুমোদিত দুইটি বইয়ের প্রণেতা। পাশাপাশি তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিএনসিসিতে তার অর্জন অনন্য। তিনি ২০১৬, ২০১৮, ২০১৯ ও ২০২৩ সালে থানা পর্যায়ে চারবার, জেলা পর্যায়ে দু’বার এবং বিভাগীয় পর্যায়ে দু’বার শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হন। বিএনসিসি অধিদপ্তর কর্তৃক নির্দেশিত সকল (২১টি) প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন। ২০২৫ সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট পদে পদোন্নতি লাভ করেন।
শিক্ষা ও গবেষণার পাশাপাশি তিনি বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। কদুখোলা তালিমুল হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে সমাজসেবায়ও প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন।

তিনি বাংলাদেশ হিসাব বিজ্ঞান সমিতি এবং  বিভিন্ন গুরুত্বপূর্ণ ১৪ টি প্রতিষ্ঠান এর আজীবন সদস্য।
লেফটেন্যান্ট অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম আজ বান্দরবান পার্বত্য জেলার গর্ব। পাহাড়ের প্রত্যন্ত কদুখোলা গ্রাম থেকে উঠে এসে তিনি আজ চট্টগ্রাম বিভাগে শিক্ষা ও নেতৃত্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।