ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ফায়ার সার্ভিসের সেই দুর্নীতিবাজ উপপরিচালক ওহিদুল আবার অধিদপ্তরে! নওগাঁয় নিউ মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর কমাশিয়াল সেমিনার অনুষ্ঠিত সিরাজদিখানে চায়না দুয়ারী জাল বন্ধে মৎস্য কর্মকর্তার অভিযান বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি প্রথম বৈঠক অনুষ্ঠিত কুষ্টিয়ায় ডা: লিজা নার্সিং ইন্সটিটিউটে নবীন বরন অনুষ্ঠিত নিশ্চিত হলো মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক প্রতিশ্রুতি অনেক, বাস্তবায়ন কম ভাইয়ের মৃত্যুতে বোনের এসএসসি পাসের আনন্দ মাটি পুলিশ সুপার (এসপি)পদোন্নতি পেলেন আদর্শবান পুলিশ অফিসার আশ্রাফুজ্জামান ৬০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার

আর্জেন্টিনার কাপ জেতার সম্ভাবনা কতটা

অনলা্ইন ডেস্ক:

কাতার বিশ্বকাপ শুরু হতে আর দিন সাতেক বাকি। আর্জেন্টিনার কাপ জেতার সম্ভাবনা কতটা? লিওনেল মেসিও বা কতটা কী করতে পারবেন? সব নিয়ে আর্জেন্টিনার এক সংবাদপত্রে সাক্ষাৎকার দিলেন মরিসিও পোচেত্তিনো । আর্জেন্টাইন ছাড়াও যাঁর একটা পরিচয় আছে– তিনি ক্লাব ফুটবলে মেসির প্রাক্তন কোচ, অর্থাৎ পিএসজি-র।

ইতিহাসে এই প্রথম একটা সম্পূর্ণ ভিন্ন সময়ে ফুটবল বিশ্বকাপের আসর বসছে। যেখানে কোচ বা টিম– কেউই তৈরি হওয়ার জন‌্য বিশেষ সময় পাবে না। এই প্রথম বিশ্বকাপে একটা শহরে বত্রিশটা দেশ থাকবে, তাদের সব ক’টা ম‌্যাচ খেলবে, একই সঙ্গে থাকবে তাদের সমর্থকরাও। আমার মনে হয়, এখন যা সমস্ত বিতর্ক দেখছেন, সব ধুয়েমুছে যাবে একবার বিশ্বকাপটা শুরু হলে।

ব্রাজিল-আর্জেন্টিনাকে বাদ দিয়ে আপনি তো ফেভারিট বাছতে পারবেন না। এর সঙ্গে থাকবে ইংল‌্যান্ড, ফ্রান্স, স্পেন আর জার্মানি। আমি বলব, রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা যত না ফেভারিট ছিল, এবার তার চেয়ে বেশি। আসলে কোপা আমেরিকা জেতার পর আর্জেন্টিনা ফুটবলের চেহারাই বদলে গিয়েছে। আর আপনার টিমে যদি মেসি থাকে, তা হলে টিম অটোমেটিক ভাবতে শুরু করে যে, আমাদের মেসির জন‌্য খেলতে হবে। সেটাই ভাবুক টিম।

এটা নিঃসন্দেহে বলা যায় যে, মেসি আজও বিশ্বসেরা। তা ছাড়া এবারের আর্জেন্টিনা টিমটার সুবিধে হল, টিমের প্লেয়ার-সাপোর্ট স্টাফদের মধ‌্যে বোঝাপড়া বেশ ভাল।

জনপ্রিয় সংবাদ

ফায়ার সার্ভিসের সেই দুর্নীতিবাজ উপপরিচালক ওহিদুল আবার অধিদপ্তরে!

আর্জেন্টিনার কাপ জেতার সম্ভাবনা কতটা

আপডেট টাইম : ০৯:৩০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২

অনলা্ইন ডেস্ক:

কাতার বিশ্বকাপ শুরু হতে আর দিন সাতেক বাকি। আর্জেন্টিনার কাপ জেতার সম্ভাবনা কতটা? লিওনেল মেসিও বা কতটা কী করতে পারবেন? সব নিয়ে আর্জেন্টিনার এক সংবাদপত্রে সাক্ষাৎকার দিলেন মরিসিও পোচেত্তিনো । আর্জেন্টাইন ছাড়াও যাঁর একটা পরিচয় আছে– তিনি ক্লাব ফুটবলে মেসির প্রাক্তন কোচ, অর্থাৎ পিএসজি-র।

ইতিহাসে এই প্রথম একটা সম্পূর্ণ ভিন্ন সময়ে ফুটবল বিশ্বকাপের আসর বসছে। যেখানে কোচ বা টিম– কেউই তৈরি হওয়ার জন‌্য বিশেষ সময় পাবে না। এই প্রথম বিশ্বকাপে একটা শহরে বত্রিশটা দেশ থাকবে, তাদের সব ক’টা ম‌্যাচ খেলবে, একই সঙ্গে থাকবে তাদের সমর্থকরাও। আমার মনে হয়, এখন যা সমস্ত বিতর্ক দেখছেন, সব ধুয়েমুছে যাবে একবার বিশ্বকাপটা শুরু হলে।

ব্রাজিল-আর্জেন্টিনাকে বাদ দিয়ে আপনি তো ফেভারিট বাছতে পারবেন না। এর সঙ্গে থাকবে ইংল‌্যান্ড, ফ্রান্স, স্পেন আর জার্মানি। আমি বলব, রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা যত না ফেভারিট ছিল, এবার তার চেয়ে বেশি। আসলে কোপা আমেরিকা জেতার পর আর্জেন্টিনা ফুটবলের চেহারাই বদলে গিয়েছে। আর আপনার টিমে যদি মেসি থাকে, তা হলে টিম অটোমেটিক ভাবতে শুরু করে যে, আমাদের মেসির জন‌্য খেলতে হবে। সেটাই ভাবুক টিম।

এটা নিঃসন্দেহে বলা যায় যে, মেসি আজও বিশ্বসেরা। তা ছাড়া এবারের আর্জেন্টিনা টিমটার সুবিধে হল, টিমের প্লেয়ার-সাপোর্ট স্টাফদের মধ‌্যে বোঝাপড়া বেশ ভাল।