ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
আদমদিঘীতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ মহানবীকে নিয়ে কটুক্তি মাগুরায় দুটি হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে যাচ্ছে কুষ্টিয়া সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয় পার্লামেন্টের নারী স্পীকারদের সামিট বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুতে অভিজ্ঞতা বিনিময়ের এক অনবদ্য প্লাটফর্ম– স্পীকার ফায়ার সার্ভিসের সেই দুর্নীতিবাজ উপপরিচালক ওহিদুল আবার অধিদপ্তরে! নওগাঁয় নিউ মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর কমাশিয়াল সেমিনার অনুষ্ঠিত সিরাজদিখানে চায়না দুয়ারী জাল বন্ধে মৎস্য কর্মকর্তার অভিযান বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি প্রথম বৈঠক অনুষ্ঠিত কুষ্টিয়ায় ডা: লিজা নার্সিং ইন্সটিটিউটে নবীন বরন অনুষ্ঠিত নিশ্চিত হলো মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক

কলারোয়ায় শিশু গাছের পোকা লাগানো ডাল ভাঙ্গার হিড়িক, ভারতে পাচারের অভিযোগ

জুলফিকার আলী, কলারোয়া:

সাতক্ষীরার কলারোয়ায় শিশু গাছের পোকা লাগানো ডাল ভাঙ্গার হিড়িক পড়েছে। নারী-পুরুষ ও শিশুরাও গাছে উঠে ডাল ভাংতে দেখা যাচ্ছে। এই পোকা লাগানো ডাল থেকে আঠা তুলে নিয়ে একটি
চক্র ভারতে পাচার করছে বলে অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে-কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বাজারে প্রতিদিন সন্ধ্যায় এই শিশু গাছের পোকা লাগানো আঠা ২৭০ থেকে ৩০০ টাকায় কেজি বিক্রয় করা হচ্ছে। এখানে প্রতিদিন সন্ধ্যায় হাট বসছে বলে এলাকাবাসীরা জানায়। চান্দুড়িয়া গ্রামের গফুর, নুর মোহাম্মাদ, খায়রুল, ইস্রারাফিল, খলিল, আয়জুল, নজু, খলিল, আয়জুল, ফারুক,
গোয়ালপাড়া গ্রামের শিমুল, ইন্দা, মিঠু, রায়হান, ওমর, আমিনুর, নজরুল, কাদপুর গ্রামের আলমগীর, মাসুদ, সোনাবাড়ীয়া গ্রামের মোসলেম মিস্ত্রী এই পোকা লাগানো গাছের আঠা ও পোকা চান্দুড়িয়া হাট থেকে ক্রয় করছে বলে জানা গেছে। তাদের দাবী এই আঠা দিয়ে বিভিন্ন রং তৈরী করা হচ্ছে। এদিকে একটি সূত্রে জানা গেছে ভারতীয়রা এই আঠা ৭/৮শ’ টাকায় কেজিতে কিনছে। অবৈধ ভাবে ভারতে পাচার করা হচ্ছে। আসলে ভারতীয়রা কি কাজে এই শিশু গাছের পোকা লাগানো
ডালের আঠা ও পোকা ব্যবহার করছেন তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে প্রতিদিন চান্দুড়িয়া বাজার থেকে ৮/১০মণ করে পোকা ও আঠা কিনছে ব্যবসায়ীরা। বাংলাদেশী সম্পদ অবৈধ ভাবে পাচার করা হচ্ছে বলে স্থানীয়রা দাবী করছেন। কলারোয়া সীমান্তে বিজিবি’র নজরদারী কম থাকায় কেঁড়াগাছি, কুটিবাড়ী, গাড়াখালি, চারাবাড়ী সীমান্ত দিয়ে সন্ধ্যায় ও ভোররাতে এই শিশু গাছের পোকা লাগানো আঠা, পোকা ও পচা সুপারি ভারতে পাচার হচ্ছে বলে সীমান্তের সাবেক এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

আদমদিঘীতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ

কলারোয়ায় শিশু গাছের পোকা লাগানো ডাল ভাঙ্গার হিড়িক, ভারতে পাচারের অভিযোগ

আপডেট টাইম : ০৬:৪৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

জুলফিকার আলী, কলারোয়া:

সাতক্ষীরার কলারোয়ায় শিশু গাছের পোকা লাগানো ডাল ভাঙ্গার হিড়িক পড়েছে। নারী-পুরুষ ও শিশুরাও গাছে উঠে ডাল ভাংতে দেখা যাচ্ছে। এই পোকা লাগানো ডাল থেকে আঠা তুলে নিয়ে একটি
চক্র ভারতে পাচার করছে বলে অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে-কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বাজারে প্রতিদিন সন্ধ্যায় এই শিশু গাছের পোকা লাগানো আঠা ২৭০ থেকে ৩০০ টাকায় কেজি বিক্রয় করা হচ্ছে। এখানে প্রতিদিন সন্ধ্যায় হাট বসছে বলে এলাকাবাসীরা জানায়। চান্দুড়িয়া গ্রামের গফুর, নুর মোহাম্মাদ, খায়রুল, ইস্রারাফিল, খলিল, আয়জুল, নজু, খলিল, আয়জুল, ফারুক,
গোয়ালপাড়া গ্রামের শিমুল, ইন্দা, মিঠু, রায়হান, ওমর, আমিনুর, নজরুল, কাদপুর গ্রামের আলমগীর, মাসুদ, সোনাবাড়ীয়া গ্রামের মোসলেম মিস্ত্রী এই পোকা লাগানো গাছের আঠা ও পোকা চান্দুড়িয়া হাট থেকে ক্রয় করছে বলে জানা গেছে। তাদের দাবী এই আঠা দিয়ে বিভিন্ন রং তৈরী করা হচ্ছে। এদিকে একটি সূত্রে জানা গেছে ভারতীয়রা এই আঠা ৭/৮শ’ টাকায় কেজিতে কিনছে। অবৈধ ভাবে ভারতে পাচার করা হচ্ছে। আসলে ভারতীয়রা কি কাজে এই শিশু গাছের পোকা লাগানো
ডালের আঠা ও পোকা ব্যবহার করছেন তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে প্রতিদিন চান্দুড়িয়া বাজার থেকে ৮/১০মণ করে পোকা ও আঠা কিনছে ব্যবসায়ীরা। বাংলাদেশী সম্পদ অবৈধ ভাবে পাচার করা হচ্ছে বলে স্থানীয়রা দাবী করছেন। কলারোয়া সীমান্তে বিজিবি’র নজরদারী কম থাকায় কেঁড়াগাছি, কুটিবাড়ী, গাড়াখালি, চারাবাড়ী সীমান্ত দিয়ে সন্ধ্যায় ও ভোররাতে এই শিশু গাছের পোকা লাগানো আঠা, পোকা ও পচা সুপারি ভারতে পাচার হচ্ছে বলে সীমান্তের সাবেক এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।