বেনাপোলে প্রতিনিধি জিয়াউর রহমান
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩৯৭ বোতল ফেন্সিডিলসহ তুহিন হোসেন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বুধবার (৩১ জুলাই) ভোরে সীমান্তের পুটখালী ইছামতি নদীর তীরবর্তী অবস্থিত আমবাগান থেকে এ ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
আটক তুহিন হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী (পশ্চিমপাড়া) গ্রামের সামসুজ্জামানের ছেলে
র্যাব -৬ এর কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, যশোরের বেনাপোল সীমান্তে পুটখালী গ্রামের জনৈক আজগর আলীর আমবাগানের উত্তর পাশে ইছামতী নদীর দক্ষিণ পাড়ে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের নিমিত্তে মজুদ করেছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তুহিন হোসেনকে আটক করে।
এ সময় আটক তুহিন হোসেনের স্বীকারোক্তিতে তার দেখানো ও সনাক্ত মতে উক্ত আমবাগানের উত্তর পাশে ইছামতী নদীর দক্ষিণ পাড় হতে দুটি জালি বস্তায় বিশেষ ভাবে রক্ষিত ৩৯৭ বোতল ফেন্সিডিল তার নিজ হাতে বাহির করে দেওয়া মতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
আটক তুহিন হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য আটক আসামিরা সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে বিভিন্ন অবৈধ পন্থায় স্বল্প মূল্যে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ করে বিক্রয় করে থাকে। তাছাড়া মাদক ব্যবসায়ীরা মাদক পাচারে এই সীমান্তকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে।সম্প্রতি র্যাবের একাধিক টিম পাচারের সময় মাদকের তিনটি চালান উদ্ধার করেছে