আদমদীঘি প্রতিনিধি-
বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের জনপ্রিয় পল্লী চিকিৎসক সুলতান আহম্মেদ ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (২৯এপ্রিল) সকাল সাড়ে ১১ ঘটিকার সময় সান্তাহার ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। সুলতান আহম্মেদ আদমদীঘির উপজেলার অন্তাহার গ্রামের স্হানীয় বাসিন্দা চিকিৎসক মকছেদ আহম্মেদ এর ছেলে। মৃত্যুকালে তার বিবাহীতা স্ত্রীও ৩ ছেলে সন্তান রেখে যান তিনি।
পারিবারিক সূত্রে জানা যায় মরহুমের নামাজে জানাজা প্রথমে ছাতিয়ান গ্রাম বাজারে বাদ আছর অনুষ্ঠিত হবে এবং ২য় জানাজা তার নিজ গ্রাম অন্তাহার স্কুল মাঠে বাদ এশা অনুষ্ঠিত হয়ে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বেঁচে থাকা কালিন জনপ্রিয় এই চিকিৎসক দীর্ঘ ৩৮ বৎসর যাবৎ নিজ এলাকা আদমদীঘির ছাতিয়ান গ্রাম-সহ পার্শ্ববর্তী এলাকায় চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসক জীবনে অর্থ নই, মানুষের সেবাই ছিল তার মূল লক্ষ। চিকিৎসক জীবনে তাই সুনাম ও কুরিয়েছেন অনেক এবং পেয়েছেন জনপ্রিয়তা ব্যাপক।
জনপ্রিয় এই চিকিৎসকের মৃত্যুতে স্থানীয় জনমনে নেমে এসেছে শোকের ছায়া।