বাংলাদেশের প্রয়াত ক্রীড়া সংগঠক ও বিএনপির প্রয়াত নেতা মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ৬৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে আয়োজিত “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ঢাকা-৫ সংসদীয় আসনের প্রধান সমন্বয়কারী আলহাজ্ব নবী উল্লাহ নবী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস এম রেজা চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আনিসুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৬৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীন, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন খান, ডেমরা থানা যুবনেতা নুরুল ইসলাম মনির মুন্সি, ৬৭ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহসিন খানসহ ডেমরা থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নবী উল্লাহ নবী বলেন, “মরহুম আরাফাত রহমান কোকো শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের একজন অকৃত্রিম বন্ধু ও উন্নয়নের পথিকৃৎ ছিলেন। ফুটবলসহ দেশের বিভিন্ন খেলাধুলার উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। খেলোয়াড়দের প্রতি তাঁর আন্তরিকতা এবং ক্রীড়া সংগঠনে তাঁর কর্মদক্ষতা আজও ক্রীড়াঙ্গনে উদাহরণ হয়ে আছে। তাঁর স্মৃতিকে ধরে রাখতে ও নতুন প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে আমরা প্রতিবছর এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করব। খেলাধুলা মানুষকে শারীরিকভাবে যেমন সুস্থ রাখে, তেমনি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধও বৃদ্ধি করে।”
অনুষ্ঠানটি শেষ হয় উচ্ছ্বাস ও খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। আয়োজকরা জানান, এ টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকায় ক্রীড়া চর্চার নতুন ধারা সৃষ্টি হবে।