নাদিম হায়দার,মুন্সীগঞ্জ-
মুন্সিগঞ্জের সিরাজদিখানে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে সিরাজদিখান উপজেলা কর্মরত সকল সাংবাদিকের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১০ আগষ্ট সকাল ১০ টায় সিরাজদিখান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম চিফ, আনিছুর রহমান রুবেল (নিলয়) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশ।
সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির,শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আওলাদ হোসেন সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সুব্রত দাস রনক, সিরাজদিখান প্রেসক্লাবের সহ সভাপতি সালাউদ্দিন সালমান,সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যুবায়ের সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, সিরাজদিখান প্রেসক্লাবের কোষাধাক্ষ্য গোলাম মোস্তফা, দৈনিক ইনকিলাবের সিরাজদিখান প্রতিনিধি ইসমাইল খন্দকার, দৈনিক সংগ্রামের সিরাজদিখান প্রতিনিধি রিয়াজ মাহমুদ মান্নান,সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি জমিরুল, দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি নাদিম হায়দার, সাংগঠনিক সম্পাদক আজাদ বিন আজম নাদভী,দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার আব্দুল আওয়াল আশিক,দৈনিক সংবাদের সিরাজদিখান প্রতিনিধি গোাপাল দাস রিদয়,সাংবাদিক শহিদ শেখ পাখি, দৈনিক বাংলাদেশ কন্ঠের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি হাবিব হাসান, প্রতিদিনের কাগজের সিরাজদিখান প্রতিনিধি কৌশিক মন্ডল,দৈনিক তৃতীয় মাত্রার শ্রীনগর প্রতিনিধি আলিফ, দৈনিক গণমুক্তির সিরাজদিখান প্রতিনিধি আলী আহমেদ চৌধুরী, দৈনিক ভোরের সময়ের সিরাজদিখান প্রতিনিধি আরিফুল ইসলাম সহ সিরাজদিখান উপজেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
এ সময় উপস্থিত সকলে তাদের বক্তব্যে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান, এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত ট্রাইবুনালের মাধ্যমে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান।
বক্তারা বলেন, সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা ও জাতীয় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, বাংলাদেশের সকল হত্যাকাণ্ডের বিচার হয় কিন্তু সাংবাদিক হত্যাকাণ্ডের কোন বিচার হয় না, তাই তুহিন হত্যা জড়িত আসামিদের দ্রুত ট্রাবুনালের মাধ্যমে ফাঁসির রায় কার্যকর করার জন্য জোর দাবি জানান সেই সাথে সাংবাদিক সুরক্ষা আইন কার্যকর করতে হবে। অন্যথায় বাংলাদেশের সকল সাংবাদিক সমাজ এক হয়ে কঠিন থেকে কঠিন আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।