বরগুনার পাঠাকাটা গ্রামে তরিকুল ইসলাম মুসা ও মর্তুজা নামে দুই ভাইকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২টার দিকে পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন আসিকুর রহমান। এ সময় বক্তব্য রাখেন মোজাম্মেল হক মোল্লা, সোড়াপ হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল রব, কিরণ মোল্লা, জাকির হোসেনসহ স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা অভিযোগ করে বলেন, বরগুনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সালাম মাস্টারের দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলায় অসহায় পরিবারের সন্তান মুসা ও মর্তুজাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদেরকে প্রতিনিয়ত মামলা ও হামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে। এমনকি মামলা দিয়ে পরিবারটিকে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তারা মুসা ও মর্তুজার নির্দোষ প্রমাণ করে দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান। একইসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হলে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।