শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-
হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে টাঙ্গাইলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।
জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলার সকল ইউএনও, র্যাব ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
সভায় জানানো হয়, টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় এবার মোট ১,২৩৬টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে। এ উপলক্ষে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এক বক্তব্যে জানান, সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজা মণ্ডপ ২৪ ঘণ্টা নজরদারিতে থাকবে। দিনের বেলায় প্রতিটি মণ্ডপে তিনজন এবং রাতে চারজন করে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যদের পর্যাপ্ত নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য জানানো যাবে।
তিনি আরও বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কোনোভাবেই মদ-গাঁজার আসর বসানো যাবে না।
সভায় জেলা প্রশাসক শরিফা হক বলেন, “দুর্গাপূজা আমাদের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান। এ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।”
অন্যান্য বক্তারাও দ্রুত ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে পূজার পরিবেশ নিরাপদ ও সুষ্ঠু রাখার আশ্বাস দেন।