ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে পিসিসিপি বান্দরবানের শিক্ষাসামগ্রী বিতরণ গাজীপুরে ব্যানার-বিলবোর্ড অপসারণে বিশেষ অভিযান বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান এর মানবিক উদ্যোগ বাউফলে জামায়াত কর্তৃক সাংবা‌দিক‌ লা‌ঞ্চিত, প্রতিবাদে তাৎক্ষ‌ণিক মানববন্ধন বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানালেন গাজীপুর সিটি কর্পোরেশন সাভার স্মৃতিসৌধে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা নিবেদন বারি’তে মহান বিজয় দিবস উদযাপিত ১৬ই ডিসেম্বর উপলক্ষে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা গাজীপুরে নবনিযুক্ত পুলিশ কমিশনারের সঙ্গে সিটি কর্মকর্তাদের মতবিনিময় গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি

ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়: বক্তব্য অস্বীকার করে এআইয়ের দোষ চাপালেন বিএনপি নেতা

শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের একটি বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সমালোচনা ও রাজনৈতিক তোলপাড় সৃষ্টি হয়েছে। তার ওই বক্তব্যকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

গত শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নড়িয়া উপজেলার বাংলাবাজার এলাকায় বিএনপির নির্বাচনি প্রচারণাকালে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে মতিউর রহমান সাগর বলেন,
‘আপনারা ভোট দিলে বিএনপিকে দেবেন, না দিলে ঘরে শুয়ে থাকেন। কিন্তু আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারদের ভোট দেবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন—ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেবো না।’

১৩ মিনিটের ওই লাইভ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। সমালোচনা বাড়তে থাকলে তিনি ভিডিওটি নিজের ফেসবুক আইডি থেকে সরিয়ে নেন। তবে এর আগেই ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি দাদন মুন্সি বলেন,
‘এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়। এতে নির্বাচনি পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে আমাদের নজরে এলে দলীয়ভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

অন্যদিকে নড়িয়া পূর্ব শাখা জামায়াতে ইসলামীর আমির কাজী আবুল বাসার জানান, বিতর্কিত ভিডিওটি তাদের নজরে এসেছে এবং তারা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তিনি বলেন, ‘জনগণই এর উপযুক্ত জবাব দেবে এবং আমরা বিষয়টি আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি।’

এ বিষয়ে মতিউর রহমান সাগরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে পরে তিনি আবারও নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে আগের বক্তব্য অস্বীকার করেন।

লাইভ ভিডিওতে তিনি দাবি করেন,
‘ওই বক্তব্য আমার নয়। একটি দুষ্ট চক্র এআই প্রযুক্তি ব্যবহার করে আমার বক্তব্য কাটছাঁট করে বিভ্রান্তি ছড়িয়েছে। তাই আমি সব মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমের উদ্দেশে স্পষ্ট করে বলতে চাই—ওই বক্তব্য আমার নয়।’

শরীয়তপুর–২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান বলেন,
‘ভিডিওটি আমাদের হাতে এসেছে এবং এটি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সংশ্লিষ্ট ইলেক্টোরাল কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

উল্লেখ্য, শরীয়তপুর–২ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিকুর রহমান।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মহান বিজয় দিবস উপলক্ষে পিসিসিপি বান্দরবানের শিক্ষাসামগ্রী বিতরণ

ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়: বক্তব্য অস্বীকার করে এআইয়ের দোষ চাপালেন বিএনপি নেতা

আপডেট টাইম : ০২:২৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের একটি বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সমালোচনা ও রাজনৈতিক তোলপাড় সৃষ্টি হয়েছে। তার ওই বক্তব্যকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

গত শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নড়িয়া উপজেলার বাংলাবাজার এলাকায় বিএনপির নির্বাচনি প্রচারণাকালে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে মতিউর রহমান সাগর বলেন,
‘আপনারা ভোট দিলে বিএনপিকে দেবেন, না দিলে ঘরে শুয়ে থাকেন। কিন্তু আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারদের ভোট দেবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন—ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেবো না।’

১৩ মিনিটের ওই লাইভ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। সমালোচনা বাড়তে থাকলে তিনি ভিডিওটি নিজের ফেসবুক আইডি থেকে সরিয়ে নেন। তবে এর আগেই ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি দাদন মুন্সি বলেন,
‘এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়। এতে নির্বাচনি পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে আমাদের নজরে এলে দলীয়ভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

অন্যদিকে নড়িয়া পূর্ব শাখা জামায়াতে ইসলামীর আমির কাজী আবুল বাসার জানান, বিতর্কিত ভিডিওটি তাদের নজরে এসেছে এবং তারা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তিনি বলেন, ‘জনগণই এর উপযুক্ত জবাব দেবে এবং আমরা বিষয়টি আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি।’

এ বিষয়ে মতিউর রহমান সাগরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে পরে তিনি আবারও নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে আগের বক্তব্য অস্বীকার করেন।

লাইভ ভিডিওতে তিনি দাবি করেন,
‘ওই বক্তব্য আমার নয়। একটি দুষ্ট চক্র এআই প্রযুক্তি ব্যবহার করে আমার বক্তব্য কাটছাঁট করে বিভ্রান্তি ছড়িয়েছে। তাই আমি সব মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমের উদ্দেশে স্পষ্ট করে বলতে চাই—ওই বক্তব্য আমার নয়।’

শরীয়তপুর–২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান বলেন,
‘ভিডিওটি আমাদের হাতে এসেছে এবং এটি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সংশ্লিষ্ট ইলেক্টোরাল কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

উল্লেখ্য, শরীয়তপুর–২ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিকুর রহমান।