সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মরহুমার রুহের মাগফিরাত কামনায় ফরিদপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) ফরিদপুর সদর উপজেলার ডিক্রিচর ইউনিয়নের আইজদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকায় অবস্থিত মাদ্রাসাতুল মদিনা লি’উলূমিল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।
এ সময় তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের মানুষের প্রতি তার ত্যাগের কথা স্মরণ করেন। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
দোয়া মাহফিলে ডিক্রিচর ইউনিয়ন বিএনপি ও সদর উপজেলা বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লি ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। শেষে বিশেষ মোনাজাতে মরহুমার রুহের মাগফেরাত ও দেশবাসীর কল্যাণ কামনা করা হয়।
ফরিদপুর প্রতিনিধি : 























