আয়নাল হক, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি-
নাটোরের গুরুদাসপুরে চলাচলে অক্ষম সাতজন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে হুইলচেয়ার বিতরণ করেন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ মিলন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ, সোনালী ব্যাংক গুরুদাসপুর শাখার ব্যবস্থাপক মোঃ রাসেল হোসাইন। এছাড়াও স্থানীয় সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হুইলচেয়ার বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ প্রতিবন্ধী উপকারভোগীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন,
“প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা আমাদেরই অংশ। সঠিক সহায়তা ও সুযোগ পেলে তারাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকার প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। এই হুইলচেয়ারগুলো তাদের চলাচল সহজ করবে এবং দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি এনে দেবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন সবসময় অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
খবর বাংলাদেশ ডেস্ক : 



















