ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মির্জাগঞ্জে বৃষ্টি থামলেও রাস্তার পানি শুকায় না! ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করবে বিএনপি – আমিনুল হক অসচ্ছল সাংবাদিক পরিবারের মাঝে ৭ কোটি ৭৩ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ থেকে ওয়াকআউট করে আবার যোগ দিল গণফোরাম-সিপিবি গিভিংটুইসডে মুভমেন্টের কমিউনিটি ডিরেক্টর হলেন হাসান মাহামুদ দেশে ফিরছেন তারেক রহমান, প্রস্তুত গুলশানে বাড়ি সন্ধ্যায় হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে ব্যাংকের হাজার কোটি টাকা আত্মসাত ও বিদেশে পাচারের অভিযোগ! বহাল তবিয়তে আছেন আওয়ামী সুবিধাভোগী প্রকল্প পরিচালক মঞ্জুরুল হক! শরীয়তপুরে গ্রাম আদালত কার্যক্রমের প্রচার-প্রচারণা নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বিরতি শেষে এক জোড়া গান নিয়ে ফিরলেন আরিফ খান

 

নাদিম আহমেদ অনিক, স্টাফ রিপোর্টার-
৭ বছর বিরতি শেষে একসাথে একজোড়া গান নিয়ে সঙ্গীত অঙ্গনে আবারও ফিরলেন কণ্ঠশিল্পী আরিফ খান।
সাম্প্রতিক সময়ে রাজধানীর একটি স্টুডিওতে তরুন প্রতিভাবান কণ্ঠশিল্পী আরিফ খান ‘মা ও কষ্ট’ শিরোনামের দুটি গানের রেকর্ডের কাজ সম্পন্ন করেছেন।

মা ও কষ্ট দুটি গানই কন্ঠের পাশাপাশি কথা ও সুর করেছেন আরিফ খান নিজেই।

এর আগে ২০১৭ সালে এপি তুষার ফিচারিং ‘এক বিন্দু’ শিরোনামে মিক্সড এ্যালবামে দুটো গানে কণ্ঠ দিয়ে শ্রোতা পরিবারে ব্যাপক সাড়া তোলেন আরিফ খান।

আরিফ খান জানান, মা কে নিয়ে অনেকেই গান করেছেন আমিও তাদের তালিকায় একজন কিন্তু আমার গানে থাকছে কিছুটা ভিন্নতা। গর্ভধারিনী মা কে নিয়ে এ প্রথম আমার গান করা। গানটিকে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি ফুটিয়ে তোলার, জানিনা কতো টুকু ভালো করতে পেরেছি কিন্তু আমি বিশ্বাস করি গানটি সকলের ভালো লাগবে।
মা গানের পাশাপাশি কষ্ট শিরোনামের গানটিকেও আমি যত্নে গাইবার চেষ্টা করেছি।

কন্ঠ শিল্পী আরো জানান,
আরিফ খান অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ব্যানার থেকে গান দুটি মুক্তি পেতে চলেছে।

ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তরুন ও প্রতিভাবান এ শিল্পী জানান, গানকে কেন্দ্র করে জীবনে অনেক কষ্ট শয়ে ও বুকে লালন করে এসেছি। আমি চেষ্টা করে যাচ্ছি গান লিখে সেটিতে সুর করার। আমার প্রতিটি গান আমার এক একটা সন্তানের মতো। শুধু গানকে ভালোবাসি বলেই শত কষ্ট ও ব্যস্ততার মাঝেও গান করে যাচ্ছি।
আগামীতেও গান করে যেতে চাই।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে বৃষ্টি থামলেও রাস্তার পানি শুকায় না!

বিরতি শেষে এক জোড়া গান নিয়ে ফিরলেন আরিফ খান

আপডেট টাইম : ০৩:১৫:১২ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪

 

নাদিম আহমেদ অনিক, স্টাফ রিপোর্টার-
৭ বছর বিরতি শেষে একসাথে একজোড়া গান নিয়ে সঙ্গীত অঙ্গনে আবারও ফিরলেন কণ্ঠশিল্পী আরিফ খান।
সাম্প্রতিক সময়ে রাজধানীর একটি স্টুডিওতে তরুন প্রতিভাবান কণ্ঠশিল্পী আরিফ খান ‘মা ও কষ্ট’ শিরোনামের দুটি গানের রেকর্ডের কাজ সম্পন্ন করেছেন।

মা ও কষ্ট দুটি গানই কন্ঠের পাশাপাশি কথা ও সুর করেছেন আরিফ খান নিজেই।

এর আগে ২০১৭ সালে এপি তুষার ফিচারিং ‘এক বিন্দু’ শিরোনামে মিক্সড এ্যালবামে দুটো গানে কণ্ঠ দিয়ে শ্রোতা পরিবারে ব্যাপক সাড়া তোলেন আরিফ খান।

আরিফ খান জানান, মা কে নিয়ে অনেকেই গান করেছেন আমিও তাদের তালিকায় একজন কিন্তু আমার গানে থাকছে কিছুটা ভিন্নতা। গর্ভধারিনী মা কে নিয়ে এ প্রথম আমার গান করা। গানটিকে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি ফুটিয়ে তোলার, জানিনা কতো টুকু ভালো করতে পেরেছি কিন্তু আমি বিশ্বাস করি গানটি সকলের ভালো লাগবে।
মা গানের পাশাপাশি কষ্ট শিরোনামের গানটিকেও আমি যত্নে গাইবার চেষ্টা করেছি।

কন্ঠ শিল্পী আরো জানান,
আরিফ খান অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ব্যানার থেকে গান দুটি মুক্তি পেতে চলেছে।

ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তরুন ও প্রতিভাবান এ শিল্পী জানান, গানকে কেন্দ্র করে জীবনে অনেক কষ্ট শয়ে ও বুকে লালন করে এসেছি। আমি চেষ্টা করে যাচ্ছি গান লিখে সেটিতে সুর করার। আমার প্রতিটি গান আমার এক একটা সন্তানের মতো। শুধু গানকে ভালোবাসি বলেই শত কষ্ট ও ব্যস্ততার মাঝেও গান করে যাচ্ছি।
আগামীতেও গান করে যেতে চাই।