ঢাকা ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরা ২ আসনে কাজী কামালের লক্ষ্যাধিক লোকের সমাবেশের প্রস্তুতি শেখ হাসিনার মৃত্যুদণ্ড নওগাঁর মহাদেবপুরে হোন্ডা কোম্পানি’র সাইন ১০০ মোটরসাইকেলের উদ্বোধন ইটভাটায় গাছ কাটার অভিযোগে অভিযান ট্রাকভর্তি ১১ টন কাঠ জব্দ অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে শ্রমিকদল নেতা নিখোঁজ মিরপুর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আমিরুজ্জামান, সম্পাদক জহিরুল বিএনপি গণঅধিকার পরিষদ জোট হলে মুন্সীগঞ্জ-৩ আসনে লড়বে মোঃ ফারুক হোসেন গুরুদাসপুর থেকে দেশের প্রথম ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচি’ উদ্বোধন ভুক্তভোগীকে মামলা না করতে হুমকির অভিযোগ, যুবদল নেতার দাবি- মীমাংসার জন্য বলেছি নওগাঁ-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

সিরাজদিখানে ৩০ বছর আগে মৃত্যু ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি হরনের পায়তারা

নাদিম হায়দার, মুন্সীগঞ্জ-

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল মৌজার ৩৯, ৪০ ও ৪১ নং দাগের ৪০ শতাংশ নালিশী সম্পত্তি জাল জালিয়াতী করে আত্বসাতের অভিযোগ উঠেছে।

বিষয়ে আশ্রাফুল ইসলাম মুন্সীগঞ্জ জেলার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২ নং আমলী আদালত সি. আর- ২৬১/২০২৫ নং মামলা দায়ের করেন। আসামীরা হলো মো. মোশারফ(৩৮) পিতা- দিলবর আলী, মো. মজিবুর রহমান (৫৮) পিতা- মৃত নুরুল হক সরদার, মজিবর ঢালী (৪৮) পিতা – সামসু ঢালী, বাবুল মিয়া (৪৫) পিতা- বাচ্চু মিয়া, কামরুল ইসলাম (৪৪) পিতা- আব্দুল হক, মো. রোমান(৪৫) পিতা- হোসেন আলী,শামছুল হক(৪২) পিতা – আর্শাদ আলী, আক্কাস ঢালী(৫২) পিতা- সামসু ঢালী, সিরাজ ঢালী (৪৯) পিতা- সামসু ঢালী এদের বিরুদ্ধে।
গত ১০/ ০৪/ ২৫ ইং তারিখে উক্ত নালিশী সম্পত্তি নামজারী জমাভাগ করার জন্য আবেদন করে যার আবেদন নং – ১১৭০৪৫৯১ বাদী অনুসন্ধান করে জানতে পারে জালজালিয়াতির ক্ষেত্রে সাফকবলা ১১৮২৯ নং দলিল ব্যবহার করেছে যার দাতা ভূবনেশ্বর চক্রবর্তী ও বনমালী দেবী এবং গ্রহীতা মো. মোশাররফ প্রামাণিক। দাতা এবং গ্রহীতার সংযোগ কৃত আইডি নং তল্লাশি দিয়ে কোন মিল পাওয়া যায়নি।
সরজমিনে অনুসন্ধান করে জানা যায়, এই সম্পত্তি দীর্ঘকাল যাবত বাদী পক্ষের দখলে রায়েছে এবং জালজালিয়াতি দলিলের দাতা ৩০ বছর পূর্বে মারা গিয়েছে। এলাকাবাসীর দাবী কিভাবে এ সম্পত্তি সাফ কবলা দলিল হলো এবং আসামীদের সুষ্ঠু বিচার আশা করেন।

ট্যাগস

মাগুরা ২ আসনে কাজী কামালের লক্ষ্যাধিক লোকের সমাবেশের প্রস্তুতি

সিরাজদিখানে ৩০ বছর আগে মৃত্যু ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি হরনের পায়তারা

আপডেট টাইম : ০২:১৭:০১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

নাদিম হায়দার, মুন্সীগঞ্জ-

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল মৌজার ৩৯, ৪০ ও ৪১ নং দাগের ৪০ শতাংশ নালিশী সম্পত্তি জাল জালিয়াতী করে আত্বসাতের অভিযোগ উঠেছে।

বিষয়ে আশ্রাফুল ইসলাম মুন্সীগঞ্জ জেলার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২ নং আমলী আদালত সি. আর- ২৬১/২০২৫ নং মামলা দায়ের করেন। আসামীরা হলো মো. মোশারফ(৩৮) পিতা- দিলবর আলী, মো. মজিবুর রহমান (৫৮) পিতা- মৃত নুরুল হক সরদার, মজিবর ঢালী (৪৮) পিতা – সামসু ঢালী, বাবুল মিয়া (৪৫) পিতা- বাচ্চু মিয়া, কামরুল ইসলাম (৪৪) পিতা- আব্দুল হক, মো. রোমান(৪৫) পিতা- হোসেন আলী,শামছুল হক(৪২) পিতা – আর্শাদ আলী, আক্কাস ঢালী(৫২) পিতা- সামসু ঢালী, সিরাজ ঢালী (৪৯) পিতা- সামসু ঢালী এদের বিরুদ্ধে।
গত ১০/ ০৪/ ২৫ ইং তারিখে উক্ত নালিশী সম্পত্তি নামজারী জমাভাগ করার জন্য আবেদন করে যার আবেদন নং – ১১৭০৪৫৯১ বাদী অনুসন্ধান করে জানতে পারে জালজালিয়াতির ক্ষেত্রে সাফকবলা ১১৮২৯ নং দলিল ব্যবহার করেছে যার দাতা ভূবনেশ্বর চক্রবর্তী ও বনমালী দেবী এবং গ্রহীতা মো. মোশাররফ প্রামাণিক। দাতা এবং গ্রহীতার সংযোগ কৃত আইডি নং তল্লাশি দিয়ে কোন মিল পাওয়া যায়নি।
সরজমিনে অনুসন্ধান করে জানা যায়, এই সম্পত্তি দীর্ঘকাল যাবত বাদী পক্ষের দখলে রায়েছে এবং জালজালিয়াতি দলিলের দাতা ৩০ বছর পূর্বে মারা গিয়েছে। এলাকাবাসীর দাবী কিভাবে এ সম্পত্তি সাফ কবলা দলিল হলো এবং আসামীদের সুষ্ঠু বিচার আশা করেন।