বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যায়) শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে নাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক ও মাগুরা-১ আসন থেকে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী আলী আহমেদ।
তিনি বলেন, ৫ আগস্টের আগে যারা আন্দোলন-সংগ্রামে আমাদের সঙ্গে ছিল, তারা এখন রাষ্ট্রক্ষমতার অংশ হিসেবে সুবিধা ভোগ করছে। বিএনপি যদি নির্বাচনে অংশ নিতে পারে, তাহলে জনগণের ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্রক্ষমতায় আসবে। তাই একটি মহল নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। তারেক রহমানের নির্দেশে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মির্জা নবাব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান খান পিকুল, প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহান।
এ সময় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ রনি আহমেদ রাজু : 





















